পপি এখন ছোট পর্দায় !!
3 years ago | Date : September 15, 2016 | Category : Bangla,Bollywood,Features | Comment : Comments Off on পপি এখন ছোট পর্দায় !! |পপি এখন প্রায় ফ্রি তার হাতে এখন নতুন কোন ছবি নেই। টিভির পর্দায় তাকে জন্য পুরোনো ছবিই একমাত্র ভরসা। গত কয়েক বছরে পপির যে ছবি গুলো মুক্তি পেয়েছে সেগুলো অনেক আগেই কাজ করেছেন তিনি। তেমনি ভাবে গত ২রা সেপ্টেম্বর তার একটি ছবি মুক্তি পেয়েছে যার নাম পৌষ মাসের পিরিত। ছবিটির পরিচালক হচ্ছে নারগিস আক্তার। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই নায়িকাকে এই ছবিটির মাধ্যমেই অনেক দিন পর আবার তাকে ভক্তরা দেখার সুযোগ পেল। এবারের ঈদে তার কোন ছবি নেই। শুধু ছোট পর্দায় থকছেন তিনি। চিত্রনায়ক ফেরদৌসের উপস্থাপনায় চিত্রনায়িকা রোজিনা ও তার অংশগ্রহণে বিশেষ অনুষ্ঠান নায়িকার পরম্পরা প্রচার হবে বাংলাভিশনে। পপি বলেন আমার অভিনীত পৌষ মাসের পিরিত নামে যে ছবিটি মুক্তি পেয়েছে তাতে খুব সাড়া পেয়েছি। যারা দেখছে তারা সবাই ভালো বলেছে। এই ঈদে ছোট পর্দায় একটি অনুষ্ঠানে অংশ নিলাম। উপস্থাপনা করছেন ফেরাদৌস ভাই, রুজিনা আপাও ছিলেন। ব্যক্তিগত জীবনের নানা ঘটনা জানা অজানা তথ্য সহ ভবিষ্যতের পরিকল্পনার কথা এর মাধ্যমে জানবে দর্শক। আশা করি সবার কাছে অনুষ্ঠানটি পছন্দ হবে
tags: actress popy,bangla actress popy,popy