মিশার মূল্যায়নে অনন্ত, শাকিব এবং শুভ
3 years ago | Date : October 13, 2016 | Category : Bangla,Dallywood | Comment : Comments Off on মিশার মূল্যায়নে অনন্ত, শাকিব এবং শুভ |বাংলাদেশের জনপ্রিয় খলনায়ক মিশা সওদাগর সিম্প্রতি একটি চ্যানেলের লাইভ এন্টারভিউতে চলচ্চিত্রের নানা বিষয়ের কথা নিয়ে আলোচনা করেন। বিভিন্ন প্রসঙ্গের সাথে নায়কদেরও কথা আলোচনা করেন।
শাকিন খান সম্পর্কে তিনি বলেন বর্তমান বাংলাদেশের সুপার স্টার হচ্ছে সাকিব খান। সে এমনই এক নায়ক যে হাসলে দর্শকরা হাসে, ও কাঁদলে দর্শকরা কাঁদে।
অনন্তকে নিয়ে মিশার মন্তব্যঃ- মোস্ট ওয়েলকাম থেকেই অনন্তর সফলতা শুরু। কারণ সে ছবিতে আমি ছিলাম। পরিপূর্ণ ফিল্মি ব্যাপার ছিল। এছাড়া একজন প্রযোজক হিসেবে তিনি পারফেক্ট। তার ছবির গান থেকে শুরু করে ফাইট অনেক উন্নত হয়। কেননা, তার ছবিতে তিনি অনেক টাকা খরছ করেন, ভালো ভালো দৃশ্য ধারন করেন। তার ছবিতে ফাইট গান খুবই সুন্দর, প্রযোজক হিসাবে এই ইন্ডাস্ট্রির জন্য অনন্তরই প্রয়োজন।
আরিফিন সুভকে নিয়ে মিশা বলেন, নতুন সুপার স্টার হিসাবে আরিফিন এগিয়ে আছে, তবে সুভর অনেক ভূল আছে সে খামখেয়ালি করে। এই সব বিষয় গুলো এড়াতে পারলে সুভকে নিয়েও ভালো সম্ভাবনা আছে।